নাটকীয় জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফে খেলার খেলার সুযোগ পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠের খেলায় পিছিয়ে পড়েও ক্লাব ব্রুগকে ৩-১ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে ২২তম দল হিসেবে প্লে অফে খেলার সুযোগ পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। হারলেও প্লে অফে খেলবে ক্লাব ব্রুগ। তারা শেষ দল অর্থাৎ ২৪তম দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে।
ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থা বেশ নাজুক। মাঠে নামলে পয়েন্ট হারানোর একটা শঙ্কা জেগে ওঠে। প্লে অফে জায়গা পেতে হলে ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প ছিল না। অথচ দলটি যখন বিরতিতে যাচ্ছে তখন ম্যানচেস্টার সিটি এক গোলে পিছিয়ে। এ অবস্থায় তাদের অন্ধ সমর্থকও জয়ের আশা করেনি। কিন্তু দ্বিতীয় সমর্থকরা অন্য এক ম্যানসিটিকে দেখলো।
একে একে তিন গোল করলো ম্যানসিটি। মাত্র ২৪ মিনিটে তিন গোল পায় তারা। মাতেও কোভাসিস ও সাভিনহো গোল করেন। অন্য গোলটি ছিল আত্মঘাতি। ৫৩ মিনিটে কোভাসিসের গোলে সমতায় ফিরলেও খুব একটা স্বস্তি পাচ্ছিল না ম্যানসিটি। কিন্তু ৬২ মিনিটে আত্মঘাতি গোল তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে। তারই ধারাবাহিকতায় ৭৭ মিনিটে আরও একে গোল পায় তারা।
ম্যানসিটির প্লে অফ ম্যাচটা মোটেও সহজ হবে না। কেননা প্লে অফে তারা রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে।
২০২৩ সালের চ্যাম্পিয়ন ম্যানসিটি এবারের চ্যাম্পিয়ন্স লিগে সত্যিকারভাবেই নাজুক অবস্থায়। লিগ পর্বের আট ম্যাচের মাত্র তিনটিতে জয় তাদের।