কোপা দেল রেতে নাটকীয় জয়ে সেমিফাইনালে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা লেগানেসকে ৩-২ গোলে হারিয়েছে। গনজালো গার্সিয়া ইনজুরি সময়ে গোল করে দলকে জয় এনে এনে দেন। এর আগে লুকা মদরিচ ও এনড্রিকের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে ছিল। পরে হুয়ান ক্রুজের জোড়া গোলে লেগানেস সমতা ফিরিয়ে আনে।
আগামী শনিবার ঘরোয়া লিগে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ তাদের। পরের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াই তাদের। এমন অবস্থায় কোচ কার্লো আনচেলোত্তি নিয়মিত বেশির ভাগ খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন। কিলিয়ান এমবাপ্পে, জুডে বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র ও থিবু কর্তোয়া বিশ্রামে ছিলেন।
নামী এসব তারকাদের পাশাপাশি আরো একাধিক খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ। সুযোগ দিয়েছিলেন বিশ বছর বয়সী জাকোবো রামোন আর রাউল আসেনসিওকে। নতুন এসব খেলোয়াড়দের দুর্বলতার কারণে শুরুতে রিয়াল মাদ্রিদকে কিছুটা ভুগতে হলেও ধীরে ধীরে তারা মানিয়ে নেয়। রিয়ালও আধিপত্য বিস্তার করতে শুরু করে। তারই ধারাবাহিকতায় ম্যাচের বয়স আধাঘন্টা হওয়ার আগেই দুই গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
হুয়ান ক্রুজের গোলে সমতা ফিরিয়ে আনার পর দর্শকেরা যখন একটা টাইব্রেকার দেখার অপেক্ষায় ঠিক তখনই রিয়াল মাদ্রিদকে জয়সূচক গোল এনে দেন গনজালো গার্সিয়া। ক্লাবের সিনিয়র দলের হয়ে এটা তার প্রথম গোল। তার গোলেই রিয়াল মাদ্রিদ পৌঁছে যায় সেমিতে।