নাটকীয় জয়ে ৪৪ বছরের মধ্যে প্রথমবার তৃতীয় রাউন্ডে রেক্সহাম

কারাবাও কাপ

কারাবাও কাপে নাটকীয় জয় পেয়েছে রেক্সহাম। ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় কিয়েফার মুরের গোলে অ্যাওয়েতে ৩-২ গোলে হারিয়েছে তারা প্রেস্টন নর্থ এন্ডকে।এ জয়ে রেক্সহাম তৃতীয় রাউন্ডে পৌঁছেছে। এর ফলে ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো দলটি কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে পৌঁছালো। ১৯৮১ সালে তারা শেষবার কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ড পার হয়েছিল।

নাটকীয় জয় এটি রেক্সহামের। ম্যাচে দুই দুইবার তারা পিছিয়ে পড়েছিল। সে বিচারে দুর্ভাগ্য প্রেস্টন নর্থ এন্ডের। দুই দুইবার এগিয়ে থেকেও তারা জয়ের দেখা পায়নি।

নিজেদের মাঠের খেলায় লুইস ডোবিনের গোলে সপ্তম মিনিটে এগিয়ে গিয়েছিল প্রেস্টন। তবে বেশিক্ষণ তারা এই গোল ধরে রাখতে পারেনি। চার মিনিট পর রায়ান হার্ডল গোল করে খেলায় সমতায় ফেরান।

ম্যাচের বয়স আধাঘন্টা পার হওয়ার পর লিয়াম লিন্ডসে গোল করে প্রেস্টনকে এগিয়ে নেন। এবার অবশ্য সহজে গোল পরিশোধের সুযোগ পায়নি রেক্সহাম। ৫৯ মিনিটে হ্যারি অ্যাশফিল্ড গোল করে সমতায় আনেন। ম্যাচে তখন দারুণ উত্তেজনা। সময় গড়িয়ে শেষের দিকে কিন্তু আর কোনো গোলের দেখা নেই। ২-২ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষের পথে। আর তখনই ভুল করে বসেন প্রেস্টনের জ্যাক ওয়ালটন। আর সে সুযোগটা কাজে লাগান রেক্সহামের ৩৩ বছর বয়সী মুরে। দারুণ এক গোল করে দলকে ৪৪ বছরের মধ্যে প্রথমবার তৃতীয় রাউন্ডে পৌঁছে দেন।

Exit mobile version