নাপোলিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জুভেন্টাস

সিরি-আ’তে জুভেন্টাস ও ইন্টার মিলানের লড়াই দারুণ জমে উঠেছে। একবার জুভেন্টাস নেতৃত্ব দিচ্ছে তো পরের ম্যাচে ইন্টার মিলান। শুক্রবার রাতে নিজেদের মাঠে জুভেন্টাস ১-০ গোলে নাপোলিকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে। তবে তাদের এই অবস্থান হতে পারে স্বল্প সময়ের জন্য। কেননা ইন্টার মিলান একটা ম্যাচ কম খেলেছে। সে ম্যাচ জয় পেলেই ইন্টার শীর্ষস্থান ফিরে পাবে।

১৫ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে জুভেন্টাস এখন শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৩৫। তারা একটা ম্যাচ কম খেলেছে। মূলত এই দুই দলের মধ্যেই শীর্ষস্থানের লড়াই এখন সীমাবদ্ধ হয়ে পড়েছে।

নাপোলির বিপক্ষে জুভেন্টাস মূল্যবান গোলটির দেখা পায় ৫১ মিনিটে। আন্দ্রে ক্যাম্বিয়াসোর কাছ থেকে বল পেয়ে গাতি গোলটি করেন। তবে দুর্ভাগ্য নাপোলির। অ্যাওয়ে ম্যাচ হলেও একচ্ছত্র আধিপত্য ছিল তাদের। একের পর এক আক্রমণ রচনা করেছে তারা। কিন্তু জুভেন্টাস গোলরক্ষক তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। বেশ কয়েকটি গোলের সম্ভাবনা তিনি দারুণভাবে নস্যাৎ করে দেন। ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচ শেষে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেন, আমরা প্রথমার্ধে ভালো খেলেছি। তবে দ্বিতীয়ার্ধে তারা আমাদের জন্য খেলাটি কঠিন করে তোলে। আমাদের আরো ভালো খেলা উচিত ছিল।’

এদিকে হঠাৎ করে নাপোলির সময়টা যেনো খারাপ যাচ্ছে। সব ধরণের প্রতিযোগিতায় তারা টানা তৃতীয় ম্যাচ হারলো। এ ম্যাচে হারে তারা ২৪ পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে নেমে এসেছে। দলটির কোচ ওয়াল্টার মাজারি বলেন, ফুটবল ম্যাচে সবসময় কিছু মুহুর্ত থাকে। যাহোক ছেলেরা দারুণ খেলেছে। ম্যাচে আধিপত্য করেছে। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময়ই তারা জুভেন্টাসকে নিজেদের অর্ধে খেলতে বাধ্য করেছে।

Exit mobile version