ম্যারাডোনাকে স্মরণ করে চ্যাম্পিয়নস লিগের রাত কাটালো নাপোলি

নাপোলি

গতকাল রাতে, নিজেদের মাঠে কারাবাখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নামে নাপোলি। কারাবাখের বিপক্ষে নাপোলির ম্যাচটির আগে নাপোলির মাঠে যেন খেলা নয়, শুরু হলো স্মৃতির আরেক আয়োজন। কিংবদন্তি দিয়েগো আরমান্ডো ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর পূর্তি উপলক্ষে স্টেডিয়ামটি মুহূর্তেই রূপ নিল নীল-সাদা শ্রদ্ধার আর কিংবদন্তি ম্যারাডোনা কে স্মরণ করার মিছিলে।

ম্যাচ শুরু হওয়ার আগেই বড় পর্দায় ভেসে ওঠে ম্যারাডোনার অগণিত জাদুকরী মুহূর্ত। কমেন্টেটরের কণ্ঠে শোনা যায়, “আজ নাপোলি তাকে বিশেষভাবে স্মরণ করছে, পাঁচ বছর আগে আমাদের ছেড়ে যাওয়া সর্বকালের সেরা ফুটবলারকে।” কথাটি শেষ হতেই পুরো গ্যালারি একসাথে গর্জে ওঠে, যেন স্টেডিয়ামের প্রতিটি কোণ উত্তর দিচ্ছে- “দিয়েগো! দিয়েগো!”

১০ম মিনিটে, যা ছিল ম্যারাডোনার জার্সি নাম্বার, সেই মুহুর্তের দৃশ্য আরও মন ছুঁয়ে যায়। হাজারো সমর্থক উঠে দাঁড়িয়ে একসুরে বলে ওঠে, “একটাই ম্যারাডোনা!” কেউ পতাকা নাড়ছে, কেউ স্কার্ফ তুলছে, আবার কেউ তাঁর জার্সি উঁচিয়ে ধরে আছে। সব মিলিয়ে যেন জীবন্ত হয়ে ওঠে আর্জেন্টাইন ফুটবল-জাদুকর।

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। তাঁর বিদায়ের পর নাপোলি স্টেডিয়ামের নাম বদলে রাখে স্টাদিও দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। যেখানে এখন প্রতি বছরই সমর্থকেরা তাকে ফিরিয়ে আনেন স্মৃতিতে।

নাপোলিকে দুইটি সেরি আ শিরোপা এনে দেওয়া ফুটবল সম্রাট আর ১৯৮৬ বিশ্বকাপের সেই ইতিহাস। সবকিছু মিলিয়ে ম্যারাডোনা এখনো শহরটির প্রাণে রয়ে গেছেন অমলিন।

মঙ্গলবারের শ্রদ্ধা নিবেদন দেখিয়ে দিল, সময় যতই এগিয়ে যাক, ম্যারাডোনা নাপোলির হৃদয়ে আজও একইভাবে অটুট।

Exit mobile version