নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের সঙ্গে হেরে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ। দারুণ বোলিংয়ের পর ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের নারীদের।
কয়েক দিন আগেই ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। এরপর নারী এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল। জমজমাট এই ফাইনালে ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় টাইগ্রেসরা মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে। ফলে ৪২ রানের জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান তোলে ভারতের নারীরা। বল হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ৩১ রান দিয়ে একাই তুলে নেন চার উইকেট। এছাড়া নিশিতা আক্তার ৪ ওভারে ২৩ রানে নেন দুটি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের নারীরা। ওপেনার ফাহমিদা ১৮ রান করে বিদায় নেন। এছাড়া জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২২ রান। এছাড়া আর কোন ব্যাটার ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। ফলে ১৮.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় তারা।