উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে জয়োৎসব করে চেলেছে চেলসি। বুধবার রাতে তারা সেল্টিককে ৩-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে গ্রুপের শীর্ষে উঠে এসেছে। এ জয়ের ফলে দুই ম্যাচ হাতে রেখেই তারা কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট তাদের।
নতুন কোচ সোনিয়া বম্পাস্টরের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের চার ম্যাচের চারটিতেই জয় চেলসির। সব ধরণের খেলায় সোনিয়া বম্পাস্টরের অধীনে ১১ ম্যাচের এগারটিতেই জয় পেয়েছে তারা। আগেভাগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের বাকি দুই ম্যাচে বম্পাস্টার তার খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাবেন।
নিজেদের মাঠের খেলায় শুরুতেই চেলসি এগিয়ে যায়। লুসি ব্রোঞ্জ দ্বিতীয় মিনিটে গোল করেন। উইকি ক্যাপটেইন ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি সময়ে পেনাল্টিতে গোল করে চেলসিকে ৩-০ গোলে জয় এনে দেন ইভ পেরিসেট।
এদিকে নিজেদের ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে এফসি টোয়েন্টিকে হারিয়েছে। এফসি টোয়েন্টির মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। প্রথমে গোল করা এফসি টোয়েন্টি এক পর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে। ইনজুরি সময়ে ব্যবধান ৩-১ করে রিয়াল মাদ্রিদ। দুই মিনিট পর স্বাগতিক দল ব্যবধান কমায়।