নারী চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার গোল উৎসব

উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে তারা ৭-০ গোলে হারিয়েছে সেন্ট পোল্টেনকে। এদিন আরো জয় পেয়েছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। আর্সেনাল ৪-০ গোলে জুভেন্টাসকে, বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে ভালেরেঙ্গাকে এবং ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হ্যামারবাই আইএফকে হারিয়েছে।

ইংলিশ ওমেন্স সুপার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানেও তারা নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তিন ম্যাচের তিন জয় নিয়ে তারা শীর্ষে। গ্রুপে অপর দল বার্সেলোনা দ্বিতীয় স্থানে। ম্যানসিটি থেকে তারা তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে।

মঙ্গলবার রাতে বার্সেলোনার গোল উৎসব ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ক্লদিও পিনা। জোড়া গোল করেছেন তিনি। আগের ম্যাচে বার্সেলোনা ৯-০ গোলে হারিয়েছিল হ্যামারবাইকে।

এ ম্যাচে বার্সেলোনা গোল উৎসব করলেও শুরুতে তাদের যথেষ্ঠ ঘাম ঝরাতে হয়েছে। প্রথম গোলের জন্য আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। তবে প্রথম গোলের পর বার্সেলোনা ভালোভাবে গোলের পথটা চিনে যায়। তাইতো পরের সাত মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে জাল থেকে বল কুড়াতে ব্যস্ত থাকতে হয়। এই সাত মিনিটে চার গোল করে বার্সেলোনা।

এদিকে মৌসুমের শুরুটা ভালো ছিল না আর্সেনালের। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা দ্বিতীয় ম্যাচে তারা প্রতিপক্ষকে চার গোলে ডুবিয়েছে। এবার তাদের গোল উৎসবের শিকার হয়েছে জুভেন্টাস। ‘সি’ গ্রুপে আর্সেনাল ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে নেতৃত্বে বায়ার্ন মিউনিখ।

Exit mobile version