নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল

টুর্নামেন্টে স্বাগতিক হিসেবেই খেলার কথা ছিলো বাংলাদেশ নারী ক্রিকেটারদের। সে লক্ষ্যে লম্বা সময় ধরেই প্রস্তুতি নিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু ভেন্যু সরে যাওয়া আগামী ৩ অক্টোবর আরব আমিরাতের মাটিতে খেলবে হবে বাংলাদেশ দলকে। গত ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের রেশ ধরে বাংলাদেশকে স্বাগতিক হিসেবে রাখলেও টুর্নামেন্টের ভেন্যু আরব আমিরাতে সরিয়ে নিয়েছে ইন্টার‌ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

৩ অক্টোবর শারজায় বাংলাদেশ ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে ৫ অক্টোবর।

১০টি দল দুই দলে ভাগ হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ খেলবে ‘বি’-গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

‘এ’-গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

১৫ সদস্যের বাংলাদেশ দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথি রাণী ও দিশা বিশ্বাস।

বিস্তারিত আসছে…

Exit mobile version