নারী ফুটবলারদের সংবর্ধনা দিলো ওয়ালটন

নেপালের মাটিতে টানা দ্বিতীয় বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ দলকে এবার সংবর্ধনা দিলো দেশের ইলেকট্রনিক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। দলের কোচ, ফুটবলার, কোচিং স্টাফসহ মোট ৩২ জনকে একটি করে ফ্রিজ উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে ভবনে আয়োজিত অনুষ্ঠানে সবার কাছে পুরস্কারের স্মারক তুলে দেয়া হয়।

সংবর্ধনায় বাংলাদেশ নারী দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

নারী উইংয়ের প্রধান বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুই শিরোপা জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দল তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এখন দেশের নারী ফুটবলকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পালা।’

পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ দলকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বছরে অন্তত পাঁচটি করে ফিফা প্রীতি ম্যাচ খেলতে হবে বলেও মনে করেন কিরণ। পরিকল্পনার সফল বাস্তবায়নে সরকারের পাশাপাশি বিভিন্নি কর্পোরেট প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে, সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সুবিধার বাইরে থাকা ও অন্য কোন যৌক্তিক কারণ থাকলে ফ্রিজের বদলে নগদ অর্থও নেয়া যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ নারী দলের অন্যতম সদস্য মনিকা চাকমার বাড়িতে এখনও বিদ্যুতের আলো পৌছায়নি। প্রায় দুই কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে তাদের খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ির সুমন্ত পাড়া গ্রামে যেতে হয়।

Exit mobile version