নারী ফুটবলের স্বর্ণ যুক্তরাষ্ট্রের

প্যারিস অলিম্পিক ২০২৪

ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে প্যারিস অলিম্পিকে নারী ফুটবলের স্বর্ণ জিতলো যুক্তরাষ্ট্র। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় ‍যুক্তরাষ্ট্র।

ম্যাচ শেষ হওয়ার পর মাঠের একপ্রান্তে ইউএস নারী দলের উল্লাসের বিপরীতে মাঠের অন্যপ্রান্তে যেন বিষাদে ছেয়ে যায়। শুধু ব্রাজিল নয় পুরো বিশ্বেই আইকনিক নারী ফুটবলার ব্রাজিলের মার্তার ক্যারিয়ার শেষ হলো অলিম্পিকের স্বর্ণ ছাড়াই।

বিশ্বে নারী ফুটবল ততোটা জনপ্রিয় না হলেও মার্তা একজন কিংবদন্তী খেলোয়াড়। গত দেড় যুগের বেশি সময় আলোচিত ছিলেন তিনি। এই সময় পাঁচবার ফিফার বর্ষসেরা হয়েছেন। নারী বিশ্বকাপ ফুটবলের টানা পাঁচ আসরে গোল করেছেন মার্তা।

মার্তার ক্যারিয়ারে অলিম্পিক স্বর্ণটাই কেবল বাকি ছিলো। এর আগে দুই অলিম্পিকের ফাইনালে ব্রাজিলকে নিয়ে গেলেও একবারও স্বর্ণ জিততে পারেন নি। এটি ছিলো মার্তার ক্যারিয়ারে তৃতীয় অলিম্পিক ফাইনাল। কিন্তু এবার রৌপ্য নিয়েই মাঠ ছাড়তে হলো তাকে।

১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে হারিয়েই শিরোপা জিতেছিলো ফ্রান্স। এবার অলিম্পিকে নারী ইভেন্টের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হারলো ব্রাজিল।

Exit mobile version