বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সামনে অপেক্ষা করছে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্ট। এশিয়ান কাপের বাছাই পর্বে সফলতা পাওয়ার পর এখন বয়সভিত্তিক ও সিনিয়র দুই দলেই ব্যস্ত সময় কাটাতে হবে নারী ফুটবলারদের।
আগামী ৬ থেকে ১০ আগস্ট পর্যন্ত লাওসে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। এই টুর্নামেন্টে অংশ নিতে ২ আগস্ট দেশ ছাড়বে আফঈদা খাতুনরা। এরপর তারা ফিরে এলে ২০-৩১ আগস্ট ভুটানে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ।
অনূর্ধ্ব-২০ দলের কয়েকজন ফুটবলার সেখানে আবার অংশ নেবেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে।
সব দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পিটার বাটলার। তিনি বলেন, “আগস্টের ৬, ৮ ও ১০ তারিখে টানা তিনটি ম্যাচ আমাদের। মেয়েদের জন্য আরেকটা বড় পরীক্ষা। আমি আশাবাদী, পরিশ্রম করে ফল বের করে আনতে পারব।”
বয়সভিত্তিক দলের পাশাপাশি সিনিয়র জাতীয় দলের কর্মসূচিও বেশ ঠাসা। ফেব্রুয়ারিতে আমিরাতে দুটি প্রীতি ম্যাচ, এরপর মে থেকে নিয়মিত টুর্নামেন্ট খেলা শুরু হয়েছে। ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত জর্ডানে ত্রিদেশীয় সিরিজ এবং ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেয় বাংলাদেশ।
এইসব টুর্নামেন্টের পাশাপাশি রয়েছে ২০২৬ সালের অস্ট্রেলিয়া মিশনের প্রস্তুতি এবং ফিফা ফ্রেন্ডলি ম্যাচও। ঘরোয়া লিগে অংশ নিতে ভুটানে খেলছেন অনেক জাতীয় ফুটবলার। ঋতুপর্ণা, আফঈদারা এখন মাঠে, ক্যাম্পে ও ভ্রমণে একটানা ব্যস্ত। বাটলারকে অন্তত আগামী মার্চ পর্যন্ত থাকতেই হবে এই ব্যস্ত শিডিউলের সঙ্গে তাল মিলিয়ে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















