বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ। আগামী ২৬ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে এই টুর্নামেন্টের, যেখানে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে আজারবাইজান ও মালয়েশিয়া। দর্শকদের মাঠে ফিরিয়ে আনতে এবারের আসরের টিকিট মূল্য রেখেছে একেবারেই সাশ্রয়ী। মাত্র ১০০ টাকায় গ্যালারিতে বসে দেখা যাবে ঋতুপর্ণা চাকমাদের খেলা।
শনিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত জানান বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস। তিনি জানান, রোববার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। সাধারণ গ্যালারির টিকিট ১০০ টাকা রাখা হলেও ক্লাব হাউসের আসন পাওয়া যাবে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। ভিআইপি ও রেড বক্সের আসনগুলো জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের জন্য সংরক্ষিত থাকবে।
হামজা চৌধুরীর আগমনের পর থেকে দেশের ফুটবলে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে স্টেডিয়ামের গ্যালারিতেও। ঘরের মাঠে সাম্প্রতিক ম্যাচগুলোতে টিকিটের ন্যূনতম মূল্য ছিল অনেক বেশি। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সর্বনিম্ন টিকিট ছিল ৫০০ টাকা, হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষে ৪০০ টাকা এবং নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ছিল ৩০০ টাকা। তুলনায় এবার যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা আগের চেয়ে কয়েক ধাপ কম।
এদিকে ঐতিহাসিক সাফল্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নারী ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়াতে এবং পরিবারসহ দর্শকদের সহজে মাঠে আনার লক্ষ্যেই ফেডারেশনের এই উদ্যোগ বলে জানান গোলাম গাউস। তার আশা, কম মূল্যের টিকিটে জাতীয় স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি আরও বেড়ে যাবে।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৯ নভেম্বর মুখোমুখি হবে মালয়েশিয়া ও আজারবাইজান। আর ২ ডিসেম্বর স্বাগতিকরা খেলবে আজারবাইজানের বিপক্ষে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
