এ বছর নারীদের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ভারত। সেই প্রতিযোগিতার সূচি ঘোষণা হলো সোমবার। ভারতের চারটি স্থানে বিশ্বকাপের খেলা হবে। ভারতের পাশাপাশি আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় হবে। দেশটি ভারতে কোনো ম্যাচ খেলবে না।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। প্রথম সেমিফাইনাল হবে গুয়াহাটি বা কলম্বোয়। পাকিস্তান সেমিতে উঠলে তারা প্রথম সেমিফাইনালে খেলবে। কলম্বোয় খেলবে তারা। পাকিস্তান যদি ফাইনালে ওঠে তা হলে কলম্বোয় ম্যাচ হবে। দ্বিতীয় সেমিফাইনালে হবে বেঙ্গালুরুতে।
গতবারের এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কোনো বারই ভারত পাকিস্তানে যায়নি। এশিয়ার কাপের ম্যাচগুলো ভারত খেলেছিল কলম্বোয়। আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই দেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী আইসিসি প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দেশ আয়োজক হলে, অপর দেশটি নিরপেক্ষ মাঠে খেলবে। সে জন্যই পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে কলম্বোয়।
আইসিসি আরও জানিয়েছে, পরের বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট হবে ১২ জুন। প্রথম ম্যাচ বার্মিংহামে। দুই সেমিফাইনাল ওভালে। ফাইনালে লর্ডসে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















