না ফেরার দেশে ইতালির ১৯৯০ বিশ্বকাপ আইকন

দেশের জার্সিতে ক্যারিয়ার খুব একটা লম্বা নয় ৷ জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেছিলেন মাত্র ১৬টি ৷ তার মধ্যেই আদায় করে নিয়েছিলেন দেশের বিশ্বকাপ আইকনের তকমা ৷

তার কারণও ছিল সঙ্গত ৷ ১৯৯০ বিশ্বকাপে ৬টি গোল করে গোল্ডেন বুট জয়ী সেই প্রাক্তন ইতালি ফুটবলার সালভাতোর শিলাচি প্রয়াত হলেন আজ৷ বিশ্ব ফুটবলে যিনি পরিচিত ছিলেন ‘তোতো’ নামে ৷ মাত্র ৫৯ বছরে কোলন ক্যান্সার কেড়ে নিল আইকনিক এই ফুটবলারকে।

২০২২ থেকে কোলন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন সালভাতোর ‘তোতো’ শিলাচি ৷ জানা গিয়েছে, অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগে ফের পালেরমোর একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন এই ফুটবলারকে ৷ সেই হাসপাতালের তরফেই এদিন সকালে শিলাচির মৃত্যুর খবর নিশ্চিত করা হয় ৷ ক্যারিয়ারে মেসিনা, জুভেন্তাস, ইন্টার মিলানের মত ক্লাবে খেললেও অনুরাগীরা শিলাচিকে মনে রাখবেন ১৯৯০ বিশ্বকাপের জন্যই ৷

Exit mobile version