ফাইনালে মেসির ইন্টার মায়ামি

ফাইনালে মেসির ইন্টার মায়ামি

ফাইনালে ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত

নিউইয়র্ককে উড়িয়ে প্রথমবারের মতো ফাইনালে ইন্টার মায়ামি

ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে উড়িয়ে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপের ফাইনালে মেসির ইন্টার মায়ামি । ৫-১ গোলে জয় মেসিদের। হ্যাটট্রিক করেছেন তাতেও অ্যালেন্দে। অন্য দুই গোল করেন সিলভেত্তি ও সেগোভিয়া। মেসি কোনো গোল পাননি, তবে একটা গোলের রূপকার ছিলেন তিনি। শিরোপা লড়াইয়ে সান ডিয়াগো ও ভ্যানকুয়েভার হোয়াইটক্যাপস এফসির মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী ৬ ডিসেম্বর মাঠে নামবে ইন্টার মায়ামি।

এমএলএস কাপের ফাইনালে ওঠার মাঝ দিয়ে মেসির সামনে এখন ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে ইন্টার মায়ামির সামনে সুযোগ ইতিহাসের পাতায় স্থান করে নেওয়ার। মাত্র সাত বছর আগে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটির সামনে এখন আরো একটা শিরোপা জয়ের সুযোগ। লিওনেল মেসির হাত ধরে ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড, ২০২৩ সালে লিগস কাপ জয়ের পর এখন সবচেয়ে বড় শিরোপা মেজর লিগ সকার জয়ের হাতছানি মেসিদের সামনে।

ম্যাচের শুরুতেই জয়ের কাজটা নিশ্চিত করে নেয় মায়ামি। ১৪ ও ২৩ মিনিটে তাতেও অ্যালেন্দের জোড়া গোলে মায়ামি ২-০ গোলে এগিয়ে যায়। ৩৭ মিনিটে জে হ্যাকের গোলে নিউইয়র্ক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে তাদের সে চেষ্টা সফল হয়নি। বরং দ্বিতীয়ার্ধে একে একে তারা আরও তিন গোল হজম করে।

৬৭ মিনিটে সিলভেত্তির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। শেষ সাত মিনিটে একটা ঝড় বইয়ে যায় নিউইয়র্কের ওপর দিয়ে। আর তাতে আরও দুই গোল হজম করতে হয় তাদের। ৮৩ মিনিটে সেগোভিয়া গোল করেন। আর ৮৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তাতেন্দে। এ গোলের মাঝ দিয়ে তাতেন্দের গোলের সংখ্যা দাঁড়ালো আটে। সবার উপরে তিনি ছাড়িয়ে গেছেন মেসিকেও। মেসির গোলের সংখ্যা ছয়।

Exit mobile version