নূ্্য ক্যাম্পে ফেরার উৎসবটা দারুণভাবে রাঙিয়ে নিল বার্সেলোনা। শনিবার রাতে লা লিগায় অনুষ্ঠিত ম্যাচে তারা অ্যাথলেটিক বিলবাওকে উড়িয়ে দিয়েছে। পেয়েছে ৪-০ গোলের জয়। আর এ জয়ে বার্সেলোনা উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
জোড়া গোল করেছেন ফেরান টরেস। অন্য দুই গোল করেছেন রবার্ট লেফানদোভস্কি ও ফেরমিন লোপেজ। ১৩ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৩১। সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদের। গোল পার্থক্যে বার্সেলোনা শ্রেয়তর অবস্থানে। তাবে তারা আজই শীর্ষস্থান হারাতে পারে। আজ রাতে রিয়াল মাদ্রিদ তাদের ১৩তম ম্যাচে মুখোমুখি হবে এলচের। ম্যাচ থেকে পয়েন্ট পেলেই তারা বার্সেলোনাকে শীর্ষস্থান থেকে হটিয়ে দেবে।
মাঠ সংস্কারের কারণে দীর্ঘদিন বার্সেলোনা নিজেদের মাঠে খেলতে পারেনি। দুই বছর সংস্কারের পর এদিনই বার্সেলোনা প্রথম নু্য ক্যাম্পে খেলতে নামে। নিজেদের মাঠে ফিরে গোল উৎসবে মেতে উঠতে মোটেও অপেক্ষায় থাকতে হয়নি তাদের। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করেন লেফানদোভস্কি।
বিরতির বাঁশি বাজার আগে মূহুর্তেই গোলের দেখা পান টরেস। ঠিক তেমনি শেষ বাঁশি বাজার আগ মূহুর্তে নিজের দ্বিতীয় গোল করেন টরেস। এর আগে দ্বিতীয়ার্ধে শুরুতে স্কোরশিটে নাম লেখান লোপেজ।
হুয়ান গার্সিয়া এবং রাফিনহা ইনজুরি মুক্ত হয়ে একাদশে ফিরেছেন। তবে অসুস্থতার কারণে মাঠে ছিলেন না মার্ক রাশফোর্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















