নিজেদের মাঠে ২৩ বছরে প্রথম জয় ইপসউইচের

গোলের পর ইপসউইচের ওমারি

চলতি মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে প্রথম জয়ের মুখ দেখেছে ইপসউইচ। সোমবার রাতে তারা ২-০ গোলে হারিয়েছে চেলসিকে। এ জয়ের মাঝ দিয়ে ইপসউইচ এ মৌসুমে তৃতীয় জয়ের দেখা পেয়েছে।

এবারের মৌসুমে তো বটেই নিজেদের মাঠে প্রিমিয়ার লিগে এটা ইপসউইচের ২৩ বছরে এটা প্রথম জয়। ২০০২ সালের এপ্রিলের পর প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে প্রথম জয়ের দেখা পেল দলটি। তাদের এ জয়ে চেলসির শিরোপা জয়ের লড়াইয়ে থাকার স্বপ্নটা অনেকটা ফিকে হয়ে গেল।

ইপসউইচ উভয়ার্ধে একটি করে গোলের দেখা পায়। লিয়াম ডেলাপ ১২ মিনিটে গোল করে চেলসিকে চমকে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ওমারি দ্বিতীয় গোলটি করেন।

এই হারের ফলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে চেলসির ব্যবধান বেড়ে গেল। দুই দলের মাঝে ব্যবধান বেড়ে ১০ পয়েন্টে দাঁড়িয়েছে। ১৮ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৪৫। অন্যদিকে ১৯ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৩৫ পয়েন্ট। এই হারের ফলে গত তিন ম্যাচে থেকে চেলসির সংগ্রহ মাত্র এক পয়েন্ট।

ইপসউইচ তাদের প্রথম গোলটি পায় পেনাল্টির সুবাদে। এই মৌসুমে এটা ছিল তাদের প্রথম পেনাল্টি। তা সত্ত্বেও পেনাল্টি থেকে সুবিধা আদায় করতে ভুল হয়নি তাদের। লিয়াম ডেলাপ দারুণভাবে সুযোগটি কাজে লাগান।

ম্যাচ হারের জন্য চেলসি অবশ্য দুর্ভাগ্যকে দায়ী করতে পারে। কেননা একাধিকবার ইপসউইচের পোস্ট তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। কোল পালমারের দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। হোয়াও ফেলিক্সের গোল অফসাইডের কারণে বাতিল হয়। তাছাড়া ইপসউইচের গোলরক্ষক অন্য সব ম্যাচের তুলনায় এ ম্যাচে ভালো খেলেছেন। দুর্দান্ত কিছু সেভ করেছেন তিনি।

Exit mobile version