চোটের কারণে ম্যাচ শেষ না করেই ফাইনালে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে। এসময় চোট নিয়ে ডাগআউটে বসে অঝোরে কাঁদতে শুরু করেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসির কান্নায় ভক্তরাও হতায় হয়ে পড়েন।
এরপর ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। আর যেখানে বদলি নেমে লাওতারো মার্তিনেজের গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এমন রোমাঞ্চকর ফাইনাল শেষে মেসি কোনো কথা বলেননি।
সতীর্থ ও পরিবারের মানুষদের সঙ্গে উদ্যাপন শেষ করে এবার নিজের চোট নিয়ে, আবেগ আর অন্যান্য বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
নিজের ইনস্টাগ্রামে মেসি পরপর তিনটি পোস্ট করেছেন। দুই হাতে কোপা আমেরিকার দুটি ট্রফি নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আরও একটি…।’ দ্বিতীয় পোস্টে পরিবারের সদস্যদের নিয়ে শিরোপা উদ্যাপনের একটি ছবি দিয়ে , ‘পরিবার।’এরপর , ‘সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
এরপর নিজের চোট নিয়ে মেসি বলেন, ‘আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব।’
এছাড়া আনহেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দিকে নিয়ে বলেন,‘ফিদেও (দি মারিয়া) আমাদের ছেড়ে গেছে। কিন্তু আমরা আরেকটি কাপ জিতেছি। এ কারণে আমি খুব খুশি। বড় ব্যাপার হচ্ছে, তার মতো ওতা ও আমি—আমরা বিশেষ রোমাঞ্চ নিয়ে অনুভব করছি।