সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন নির্ধারিত; ভারত ছয় দলের মধ্যে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নিয়েছে। অন্যদিকে রানার্সআপ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি মূলত নিয়মরক্ষার হলেও মর্যাদার লড়াই থাকবে অর্পিতা ও তার সতীর্থদের সামনে।
ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলছে। প্রথম পাঁচ ম্যাচেই জয় তুলে নিয়ে ১৫ পয়েন্ট অর্জন করেছে ভারত। ফলে আগেভাগেই নিশ্চিত হয়েছে তাদের শিরোপা।
বাংলাদেশ দলও টুর্নামেন্টে দারুণ লড়াই করেছে। তবে ভারতের বিপক্ষে হার তাদের শিরোপা দৌড় থেকে ছিটকে দেয়। অন্য দলগুলোর বিপক্ষে জিতে রানার্সআপ নিশ্চিত করে নেয় লাল-সবুজের মেয়েরা। আজকের ম্যাচে ভারতের বিপক্ষে জয় না পেলেও পয়েন্ট তালিকায় তাদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না। তবু আত্মসম্মান রক্ষা ও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতেই মাঠে নামবে বাংলাদেশ।
অর্পিতারা জানেন, ভারত টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল। ধারাবাহিক জয় তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। তবে বাংলাদেশের লক্ষ্য থাকবে নিজেদের সেরাটা তুলে ধরা। কোচও বারবার জোর দিয়েছেন অভিজ্ঞতা অর্জনের দিকটিতে। প্রতিটি ম্যাচ থেকে শিখে ভবিষ্যতের বড় মঞ্চের জন্য প্রস্তুত হওয়াই তরুণীদের অন্যতম উদ্দেশ্য।
আজকের ম্যাচ শেষে পর্দা নামবে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরের। ভারত অপরাজিত থেকে শিরোপা হাতে নেবে, আর বাংলাদেশ রানার্সআপ ট্রফি নিয়েই দেশে ফিরবে।
