বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের আগে ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। ইনজুরি নয়, বরং কোচের টেকনিক্যাল সিদ্ধান্তই তাকে বাইরে রেখেছে বলে দাবি করেছিলেন নেইমার। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।
আগামীকাল ভোরে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, শুধু নাম বা খ্যাতি নয়— স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রে মূল বিবেচনা মান, দক্ষতা ও শতভাগ ফিটনেস। তিনি বলেন,
“প্রতিটি খেলোয়াড়কে আমরা বর্তমান অবস্থা অনুযায়ী দেখি। কী করছে, আগে কী করেছে এবং এখন কোন পরিস্থিতিতে আছে— সবকিছু বিবেচনায় আসে। নেইমারের মান নিয়ে প্রশ্ন নেই, তবে শারীরিকভাবে ফিট থাকা দলের জন্য অপরিহার্য।”
আনচেলত্তি আরও যোগ করেন, ব্রাজিলের পাইপলাইনে অন্তত ৭০ জন ফুটবলার আছেন, যেখান থেকে মাত্র ২৫ জনকে চূড়ান্ত দলে নেওয়া সম্ভব। তাই প্রতিযোগিতা অনেক বেশি।
এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পর ১ সেপ্টেম্বর ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ম্যাচ খেলেন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন,
“অ্যাডাক্টরে কিছুটা ফোলা ছিল, কিন্তু গুরুতর কিছু নয়। বাদ পড়ার কারণ একেবারেই টেকনিক্যাল। আমি সিদ্ধান্তকে সম্মান করি এবং বাইরে বসে দলকে সমর্থন করব।”
নেইমারের অনুপস্থিতিতে চিলির বিপক্ষে জোয়াও পেদ্রোর ওপর আস্থা রাখছেন আনচেলত্তি। আক্রমণভাগে রাফিনিয়া, ভিনিসিয়ুস, মার্টিনেল্লি ও এস্তেভাওদের সঙ্গেও দেখা যেতে পারে তাকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















