নেইমারকে বাইরে রেখে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলোত্তি। তবে দলে ফিরেছেন কাসেমিরো, রিচার্লিসন ও অ্যান্তোনি। এই তিন তারকাকে নিয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আনচেলোত্তি। আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল।
দল ঘোষণায় কোচ আনচেলোত্তি বলেন, সবাই জানে নেইমার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে সব সময় দলে আছে, দলে থাকবে। যে সব খেলোয়াড় ভালো অবস্থায় রয়েছে আমি তাদেরকে নিয়ে দল সাজাতে চেয়েছি। নেইমার সম্প্রতি ইনজুরি কাটিয়ে উঠেছেন।
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ানস)
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো); বেরালদো , মারকিনিওস (পিএসজি); আলেক্সসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)
মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)।
ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল), মাথেইয়াস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)।
