সোনার ডিম পাবে এমন স্বপ্ন দেখে নেইমারকে দলে ভিড়িয়েছিল সৌদি ক্লাব আল হিলাল। ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাবে যোগ দেওয়া সেই নেইমারকে নিয়ে এখন অতীষ্ট সৌদি ক্লাবটি। তাকে ছেটে ফেলতেই পারলেই যেন বাঁচে আল হিলাল।
গত বছরের আগষ্টের মাঝামাঝি সময়ে ফ্রেঞ্চ ক্লাব ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। প্রায় দেড় বছর সময়ে ইনজুরিতে তার বেশির ভাগ সময় মাঠের বাইরে কেটেছে। এ সময়ে সৌদি প্রো লিগে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। তিনটিই গত মৌসুমে। এ মৌসুমে একটি ম্যাচেও তিনি মাঠে নামতে পারেননি। দীর্ঘদিন বাইরে থাকার পর মাঠে ফেরার চেষ্টা করেছিলেন এ ব্রাজিলিয়ান তারকা।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মাঠে ফিরেছিলেন তিনি। আগের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। পরের ম্যাচেই আবার আহত হন। ফলে তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চায় না আল হিলাল। তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে।
একটা সূত্র জানিয়েছে, আল হিলাল যদি নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে তাহলে নেইমার ঘরে ফিরে যাবেন। অর্থাৎ ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যোগ দিতে পারেন। সান্তোস তাকে পাওয়ার জন্য উম্মুখ হয়ে আছে।
বর্তমানে সান্তোস দ্বিতীয় বিভাগে খেলছে। এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। মৌসুম শেষে শীর্ষ চারটি দল প্রথম বিভাগে জায়গা করে নেবে।