ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। তবে ঘোষিত ২৬ সদস্যের দলে নেইমারকে না রাখায় শুরু হয় ব্যাপক জল্পনা। তবে বিষয়টি নিয়ে নিজেই পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন ইতালিয়ান এই কোচ।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমারকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নিছক ফিটনেসজনিত। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি চাই সে শতভাগ ফিট হয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হোক। এই মুহূর্তে সে তার সেরায় নেই, তাই তাকে সময় দেওয়া হচ্ছে।’
গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সেরে উঠলেও এখনও নিজেকে পুরোপুরি ফিরে পাননি। ফলে আনচেলত্তির মতে, এখনই তাকে খেলিয়ে ঝুঁকি নেওয়ার সময় নয়। তবে তিনি এটাও জানিয়েছেন, নেইমারকে ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখছেন তিনি।
তবে দলে ফিরেছেন রিচার্লিসন ও কাসেমিরো। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হিসেবে
কাসেমিরোর ওপর আস্থা পুরোনো। আনচেলত্তি বলেন, ‘কাসেমিরো এমন একজন খেলোয়াড় যার অভিজ্ঞতা, ব্যক্তিত্ব ও মানসিকতা দলকে এগিয়ে নিতে পারে।’
ব্রাজিলের হয়ে আনচেলত্তির প্রথম ম্যাচ আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে। এরপর ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাও। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন চতুর্থ স্থানে থাকা ব্রাজিলের জন্য এই দুটি ম্যাচই হতে যাচ্ছে আনচেলত্তির মিশনের সূচনা। নেইমার না থাকলেও তার ভবিষ্যৎ ব্রাজিল দলে এখনো উজ্জ্বল—এটাই বার্তা দিলেন নতুন কোচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















