দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ রাউন্ডের খেলা দরজায় কড়া নাড়ছে। আগামী মাসেই এ অঞ্চলের দলগুলো শেষ দুই ম্যাচ মাঠে নামবে। এ ম্যাচের মাঝ দিয়ে জাতীয় দলে ফেরার স্বপ্নে বিভোর ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কিন্তু তার সেই স্বপ্নে আবার দুমড়ে মুচড়ে গেল। সেই একই কারণ, ইনজুরি।
ইনজুরির কারণে লম্বা একট সময় জাতীয় দলের বাইরে নেইমার। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, সান্তোসের অনুশীলনে গত বৃহষ্পতিবার নেইমার উরুতে ব্যথা পেয়েছেন। এই ব্যথার কারণে পরের দিন অনুশীলনে আসেননি তিনি। বিষয়টি এরই মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)কে জানানো হয়েছে। তবে সিবিএফ জানিয়েছে, এ ব্যাপারে সান্তোসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তাকে বাদ দিয়েই আনচেলোত্তি স্কোয়াড ঘোষণা করেছেন।
আনচেলোত্তির এবারের স্কোয়োডে জায়গা না পাওয়ায় নেইমারের তার জাতীয় দলের বাইরে থাকার সময়টা দুই বছর পূর্ণ হলো। নতুন করে চোটে পড়ার আগে সান্তোসের হয়ে টানা ৭ ম্যাচে পূর্ণ সময় মাঠে থেকেছেন নেইমার। ধারাবাহিকভাবে মাঠে থাকায় নেইমার ভক্তরা এবার তাকে নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন। তাদের আশা ছিল এবার হয়তো নেইমার জাতীয় দলে খেলার মতো ফিটনেস ফিরে পাবেন। কিন্তু সেপ্টেম্বরের ম্যাচে তার ফেরা হলো না।
২০২৬ সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা আগেই নিশ্চিত হয়েছে ব্রাজিলের। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ১০ সেপ্টেম্বর এবারের বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচে তারা বলিভিয়ার মুখোমুখি হবে। ফলে বাছাই পর্বে নেইমারের আর খেলা হবে না, এখন তাকে অপেক্ষায় থাকতে হবে চূড়ান্ত পর্বের জন্য।
