সান্তোসের জার্সিতে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ঘরোয়া লিগে জুভেন্তদের বিপক্ষে নিজের পুরোনো ছন্দে ফিরেছেন এই ফরোয়ার্ড। ম্যাচের পর জাতীয় দলে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
চোট আর সমালোচনায় কোণঠাসা হয়ে পড়া নেইমার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে শুরুতে ছন্দে ছিলেন না। তবে তিন ম্যাচ পর অবশেষে নিজের নামের প্রতি সুবিচার করলেন।
ম্যাচের ৩৭ মিনিটে গোল করে সান্তোসকে লিড এনে দেন নেইমার। বিরতির ঠিক আগেই আরও একটি গোল করে লিড দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে জুভেন্তদ। দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলে পেনাল্টি পায় সান্তোস। স্পট কিক থেকে গোল করে জোড়া গোল পূর্ণ করেন নেইমার। প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোলের দেখা পেলেন তিনি। তার এই পারফরম্যান্সেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।
নেইমারের এমন ফর্ম আবারও আলোচনায় এনেছে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা। ম্যাচের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন,
“আমার স্টাইল সবার জানা। আমি এখন সুস্থ, ভালো বোধ করছি। একজন অ্যাথলিট হিসেবে সব ধরনের ফুটবলের জন্য প্রস্তুত আছি। এখন সিদ্ধান্তটা নির্বাচকদের হাতে।”
সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি এখন নেইমারের দিকেই। সময়ই বলে দেবে, নেইমারকে আবার ব্রাজিলের জার্সিতে দেখা যাবে কি না। বিশ্বজুড়ে কোটি-কোটি ব্রাজিল সমর্থক চাইবে নেইমার এই ফর্ম ধরে রেখে যেনো ব্রাজিলের জার্সি জড়িয়ে আবার মাঠে নামেন। আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপে ব্রাজিল স্কোয়ার্ডে নেইমারের থাকাটা নেইমার এবং ব্রাজিলের প্রতিটি ফুটবল্প্রেমীর কাছে খুবই গুরুত্বপূর্ন বিষয়।
