নেইমার ফিরছেন সাবেক ক্লাব সান্তোসে

সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্কচ্ছেদের বিষয়টি আগেই চূড়ান্ত হয়েছিল নেইমারের। নুতন ঠিকানাও ঠিক ছিল। তবে চূড়ান্ত ছিল না। অবশেষে নতুন ঠিকানা চূড়ান্ত হয়েছে। সেই সাবেক ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার। সান্তোসের প্রেসিডেন্ট নেইমারের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

আল হিলালে সময়টা ভালো যাচ্ছিল না বার্সেলোনার সাবেক খেলোয়াড় নেইমারের। ইনুজরি তাকে বেশিরভাগ সময় মাঠের বাইরে বসিয়ে রেখেছিল। এমন অবস্থায় আল হিলাল তাকে আর ধরে রাখতে চায়নি। ১৭ মাসে তিনি মাত্র সাতটি ম্যাচে মাঠে নামতে পেরেছেন। অবশেষে দুই পক্ষের সমঝোতায় নেইমারকে ছেড়ে দিয়েছে সৌদি ক্লাবটি।

আল হিলাল এক বিবৃতিতে জানায়, দুই পক্ষের মধ্যে সমঝোতায় আমরা একটা চুক্তিতে পৌঁছেছি। নেইমারের সঙ্গে আমাদের চুক্তির এখানে ইতি হচ্ছে।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের অবস্থা তেমন সুবিধাজনক নয়। ২০২৩ সালে ক্লাবটির অবনমন হয়। বর্তমানে আবার প্রথম লিগে ফিরে এসেছে।

এদিকে নেইমারের ফেরার সংবাদে সান্তোসে আনন্দের বন্যা বইছে। গত সপ্তাহ থেকে তারা একটা ভিডিও প্রচার করে চলেছে। যেখানে ব্রাজিলের সাবেক খেলোয়াড় পেলে নেইমারকে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন।

Exit mobile version