চোট, সমালোচনা আর ফর্মহীনতার ধাক্কায় কোণঠাসা হয়ে পড়েছিলেন নেইমার। এক সময় যিনি মাঠ কাঁপাতেন জাদুকরী ড্রিবল আর নিখুঁত ফিনিশিংয়ে, সেই নেইমারকে ঘিরেই প্রশ্ন উঠেছিল—তিনি কি পারবেন আগের সেই রূপে ফিরতে? ব্রাজিলে ফিরে সন্তোসের হয়ে খেলা শুরু করলেও সমালোচনার ছায়া থেকে মুক্তি মেলেনি। কখনো দুয়ো, কখনো দর্শকের সঙ্গে বাগ্বিতণ্ডা—সব কিছু পেরিয়ে অবশেষে মাঠেই দিলেন জবাব।
সোমবার রাতে ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে নেইমারের ক্লাব সন্তোষ। ফেরার ম্যাচেই দুই বছর পর জোড়া গোল করে আলো ছড়ান নেইমার।
ম্যাচের ৩৬তম মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে প্রথম গোল করেন তিনি। এর ঠিক তিন মিনিট পর, ৩৯তম মিনিটে আলভারো ব্যারেল ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্নার থেকে হেডে গোল শোধ করে জুভেন্টুডের হয়ে উইলকার অ্যাঞ্জেল।
দ্বিতীয়ার্ধে সন্তোষ কিছু ভুল করলেও, প্রতিপক্ষের চাপ সামলে শেষ হাসি হেসেছে তারাই। রক্ষণভাগের ভুলে পেনাল্টি পায় সন্তোস, আর ৮০তম মিনিটে নেইমার সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন।
এই ম্যাচের মাধ্যমে ২০২২ সালের পর প্রথমবার টানা পাঁচটি ম্যাচ খেললেন নেইমার। একই সঙ্গে, প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল পেলেন তিনি। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুই গোল করেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।
