মাঠে তেমন একটা উপস্থিতি নেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের। বল নয় বরং ইনজুরির সঙ্গে সখ্য বেশি তারা। তা সত্ত্বেও ২০২৬ সালের বিশ্বকাপে নেইমার বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্বকাপ জয়ী সাবেক তারকা রোনাল্ডো।
ইনজুরির সঙ্গে সখ্যতা বেশি হওয়ায় জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারছেন না নেইমার। ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে তিনি। ইনজুরির কারণে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি তাকে দলে নেওয়ার সাহস পাচ্ছেন না। তবে ঠিকই থাকছেন তার অপেক্ষায়। তাকে দলে বিবেচনার আগে নেইমারের শারীরিক সক্ষমতার ওপরেই তিনি জোর দিচ্ছেন।
রোনাল্ডো বলেন, ব্রাজিলের যে সব খেলোয়াড় রয়েছে তাদের নিয়েই ভালো করা সম্ভব। নেইমার সেখানে নেতৃত্ব দিতে পারে। আমার বিশ্বাস সে পারবে। বিশ্বকাপে সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। প্রত্যেক নেইমারকে শতভাগ ফিট দেখতে চায়। কোচ আনচেলোত্তিও সেটা চান। আমি তাকে বিশ্বকাপে দেখতে চাই। একই সঙ্গে চাই সে ব্রাজিলকে সহযোগিতা করুক।
নেইমার এরই মধ্যে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার কীর্তি অর্জন করেছে। তিনটি বিশ্বকাপে মাঠে নামা নেইমার জাতীয় দলের হয়ে করেছেন ৭৯ গোল। গত জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির অবসান ঘটিয়ে সান্তোসে যোগ দিয়েছেন তিনি। সৌদি আরবেও তার সময়টা ভালো যাচ্ছে না। সেখানেও ইনজুরির কারণে অনেকটা সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে।
