নেদারল্যান্ডসকে হারিয়ে ডি-গ্রুপ সেরা অস্ট্রিয়া

ইউরো ২০২৪

Soccer Football - Euro 2024 - Group D - Netherlands v Austria - Berlin Olympiastadion, Berlin, Germany - June 25, 2024 Austria's Marcel Sabitzer in action with Netherlands' Stefan de Vrij REUTERS/Lisi Niesner

প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করা অস্ট্রিয়া ম্যাচটি হেরেছিলো আত্নঘাতি গোলে। দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারালো ৩-২ গোলে। অবশ্য তাদের প্রথম গোলটিও ছিলো আত্নঘাতি। ফ্রান্স যেখানে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড খেলতে যাচ্ছে সেখানে ছয় পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া গ্রুপ চ্যাম্পিয়ন।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস। বরুশিয়া ডর্টমুন্ডে খেলা ফরোয়ার্ড ডনিয়েল মালেনের আত্নঘাতি গোলের পর ডাচরা সমতায় ফেরে দ্বিতীয়ার্ধের শুরুতে, ম্যাচের ৪৭ মিনিটে। গোল করেন লিভারপুলে খেলা লেফট উইঙ্গার কডি গ্যাকপো।

জার্মান ঘরোয়া লিগে খেলা রোমানো ক্রিশ্চিয়ান স্মিড ৫৯ মিনিটে অস্ট্রিয়াকে ২-১ গোলে এগিয়ে দেয়ার পর ৭৫ মিনিটে মেম্ফিস ডিপের গোলে ডাচরা দ্বিতীয় দফা সমতায় ফেরে। কিন্তু শেষ রক্ষা হয় তাদের। ৮০ মিনিটে বরুশিয়া ডর্টমুন্ডে খেলা অধিনায়ক মার্সেল সাবিৎজার গোল করে অস্ট্রিয়ানদের আনন্দে ভাসান। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে অস্ট্রিয়া।

দ্বিতীয় রাউন্ডে অস্ট্রিয়ার মুখোমুখি হবে এফ গ্রুপের রানার্স আপ দল।

এই ম্যাচে নেদারল্যান্ডস হারলেও চার সেরা তৃতীয় দলের একটি হয়ে পরের রাউন্ডে তাদের খেলার বিষয়টিও অনেকটাই নিশ্চিত। চার পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দলগুলোর শীর্ষেই অবস্থান করছে তারা।

Exit mobile version