নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

নেপাল ও ভারতকে হারিয়ে ৮ ফেব্রুয়ারির ফাইনাল এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ফাইনালিস্ট হওয়ার হাতছানি ছিলো ভারতের মতো নেপালের সামনেও। এই দুই দল গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিলো। একতরফা ম্যাচে ৪-০ গোলে জয় তুলে নিয়েছে ভারত।

ফাইনালে যেতে ভারতের ড্র হলেই চলতো। নেপালের প্রয়োজন ছিলো জয়। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল পায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতীয় মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল। বিশেষ করে ৮১ মিনিটের পর তিন গোল তুলে নেয় ভারত।

জয়ী দলের পক্ষে জোড়া গোল করেন নেহা। একটি করে গোল করেন সুলঞ্জনা রাউল ও সিন্ডি কলনি।

৫৪ মিনিটে স্কোরশিটে না তোলেন নেহা। ৮১ মিনিটে তার করা দ্বিতীয় গোলের পর ৮৬তম মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান সুলঞ্জনা। ইনজুরি সময়ে তৃতীয় মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল আদায় করে নেন সিন্ডি কলনি।

আগামী বৃৃহস্পতিবার কমলাপুরে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে নিতু লিন্ডার দল।

ভারতীয় দল প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে হেরে যায়।

বাংলাদেশ দল প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিলো। পরের ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে নেয়।

Exit mobile version