পয়েন্ট টেবিলে আরো উচ্চতায় লিভারপুল

গোলের পর মোহাম্মদ সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের লড়াইটা একপেশে করে ফেলছে লিভারপুল। রবিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ওলভারহ্যাম্পটনকে হারিয়ে নিজেদের আরো উচ্চতায় নিয়ে গেছে লিভারপুল। ২-১ গোলে জয় পেয়েছে তারা।

এ জয়ের ফলে ২৫ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৭। লিভারপুল ও আর্সেনালের এখনো ১৩টি করে ম্যাচ বাকি রয়েছে।

লিভারপুলের হয়ে এ ম্যাচে গোল করেন লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহ। লিভারপুল দুটি গোলই করেন প্রথমার্ধে। দিয়াজ ১৫ মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে নেন। মোহাম্মদ সালাহ ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন। ওলভারহ্যাম্পটন দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায়।


Exit mobile version