পিএসভি আইন্দহোফেনকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নক আউট রাউন্ডের প্লে অফের প্রথম লেগের খেলায় হারিয়ে পরবর্তী রাউন্ডের পথে এক ধাপ এগিয়ে গেছে জুভেন্টাস। মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় জুভেন্টাস ২-১ গোলে জয় পেয়েছে। একই রাতে অনুষ্ঠিত অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে।
জুভেন্টাস-পিএসভি ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল স্যামুয়েল তখন জুভেন্টাসকে আনন্দে ভাসিয়ে দেয়। ৮২ মিনিটে তার করা গোলেই নিশ্চিত হয় জুভেন্টাসের জয়। এর আগে ওয়েস্টন ম্যাকেনি ৩৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে পিএসভি খেলায় সমতা ফিরিয়ে আনে।
এদিকে বরুশিয়ার জয়টা কম নাটকীয় ছিল না। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ গোলে জয় পেয়েছে। তিনটি গোলই পায় দ্বিতীয়ার্ধে। ২২ মিনিটের ব্যবধানে তিন গোল করে তারা পরবর্তী রাউন্ডে খেলা অনেকটা নিশ্চিত করেছে। ফিরতি লেগের খেলা বরুশিয়া ডর্টমুন্ড নিজেদের মাঠে খেলবে। প্রথম লেগের বড় ব্যবধানে জয় তাদেরকে অনেকটা সুবধিাজনক ‘অবস্থায় রাখবে। দুই গোলের কম ব্যবধানে হারলেও তারা পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















