পূর্বসূচী অনুযায়ী নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ আয়োজনের কথা ছিলো দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। তবে অনিবার্য কারণে আনফা কমপ্লেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের ম্যাচগুলো।
হঠাৎ করেই ভেন্যু পরিবর্তনের খবর জানানো হয় বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। অবশ্য দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই হবে দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ সাফে ‘এ’ গ্রুপে স্বাগতিক নেপাল ও শ্রীলংকাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। আর ‘বি’গ্রুপে রয়েছে ভারতের সাথে রয়েছে ভুটান ও মালদ্বীপ। এবারের আসরে খেলছে না পাকিস্তান। সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে এই দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল।
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০ আগস্ট টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। আর ২২ আগস্ট তাদের প্রতিপক্ষ নেপাল।
দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে। ২৫ ও ২৬ আগস্ট হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালের মাঠে গড়াবে ২৮ আগস্ট, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে।