নারীদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে স্পেন। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে লজ্জায় ফেলেছে পর্তুগালকে। বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-০ গোলে জয় পেয়েছে। জয়ী দলটি প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল। এস্থের গঞ্জালেস, ভিকি লোপেজ, অ্যালেক্সিয়া পুতেলাস ও ক্রিস্টিনা মার্টিন পিয়ের্তো গোল করেন। এদের মাঝে গঞ্জালেস করেন জোড়া গোল।
পর্তুগীজ পুরুষ ফুটবলার দিয়াগো হোতার মৃতু্্যতে এক মিনিট নীরবতা পালনের মাঝ দিয়ে শুর হয় ম্যাচটি। খেলা শুরু হতে না হতেই শোকাহত পর্তুগীজদের শোক বাড়িয়ে দেন গঞ্জালেস। মাত্র দ্বিতীয় মিনিটে দলকে গোল উপহার দেন তিনি। পাঁচ মিনিট ব্যবধানে স্পেনকে ২-০ গোলে এগিয়ে নেন লোপেজ।
শুরুতে দুই গোল হজম করলেও ধীরে ধীরে পর্তুগীজরা নিজেদের গুছিয়ে এনেছিল। স্পেনকে আর আগের মতো আধিপত্য করতে দেয়নি। কিন্তু বিরতির আগ মুহুর্তে তাদের ওপর দিয়ে একটা ছোট্ট ঝড় বইয়ে যায়। সেই ঝড়ে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুইবার পর্তুগালের জালে বল পাঠায় স্পেন। ম্যাচ তখনই অনেকটা শেষ হয়ে যায়। বিরতির পর আরও এক গোল পায় স্পেন।
এদিন অনুষ্ঠিত অন্য এক ম্যাচে ইতালি ১-০ গোলে হারায় বেলজিয়ামকে।
