এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু জয় তো দূরের কথা, ড্র-ও করতে পারেনি। বরং নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। শুক্রবার জর্ডানের আকাবায় অনুষ্ঠিত ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।
এএফসি টুর্নামেন্টের জন্য আরব আমিরাতে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। কিন্তু কোনো কাজে আসেনি। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ড্র করে। আর এ ম্যাচে তো লজ্জায় ডুবেছে।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছিল চাইনিজ তাইপে। শুরুতেই তার গোলও পেয়েছিল। নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে তারা এগিয়ে যায়। বাংলাদেশের ডিফেন্ডার অযথা ফাউল করলে রেফারি পেনাল্টি দেয়। ৩৪ মিনিটে দ্বিতীয় গোল করে চাইনিজ তাইপে।
বিরতির পর বাংলাদেশ আরও তিন গোল হজম করে। ৬৬ মিনিটে তৃতীয় গোল পায় চাইনিজ তাইপে। পরে আরও দুই গোল হজম করে বাংলাদেশ।
