ডান পায়ে অস্ত্রোপচারের কারণে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার মিডফিল্ডার গাবিকে। মঙ্গলবার গাবির ক্লাব বার্সেলোনা এ তথ্য জানিয়েছে।
গত মৌসুমে একই পায়ে ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন গাবি। ফলে বেশ জটিলতায় সময় পার করতে হয়েছে তাকে। এই ইনজুরির কারণে গত আগষ্ট থেকে মাঠের বাইরে তিনি। এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, প্রথম একাদশের খেলোয়াড় গাবি ইনজুরি কারণে অস্ত্রোপচার টেবিলে যাচ্ছে। মাঠে ফিরতে হয়তো তার চার থেকে পাঁচ মাস সময় লাগবে।’
শুরুতেই বার্সেলোনা গাবির এই ইনজুরিকে খুব একটা গুরুত্ব দেয়নি। তাদের ধারণা ছিল অস্ত্রোপচারের বিষয়টি এড়ানো যাবে। কিন্তু বার্সেলোনার কর্মকর্তাদের মিথ্যা প্রমাণ করে তাকে অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে।
২১ বছর বয়সী গাবিকে আগেও একবার ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল। ২০২৩ সালে তিনি ১১ মাসের জন্য মাঠের বাইরে ছিলেন। বার্সেলোনা আগামীকাল রিয়াল ওভিয়েডোর বিপক্ষে খেলবে। রোববার আবার তারা মাঠে নামবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।
ইনজুরি মুক্ত হয়ে মাঠে ফিরতে গাবির পাঁচ মাস সময়ের দরকার হলেও বার্সেলোনা হয়তো তাকে আরো অনেকটা সময় দলে পাবে না। কেননা গাবির ইনজুরি মুক্ত হয়ে মাঠের ফেরার সময়টা বিশ্বকাপ থেকে খুব বেশি দূরে থাকবে না। ফলে বিশ্বকাপের জন্য তিনি প্রস্তুতি নেবেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















