উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার এক পাগলাটে রাত দেখলো। দর্শকেরা দেখলো এক গোল উৎসবের রাত। টিভি দর্শকেরা এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে ঘুরে আসতেই দেখতে পেয়েছে গোলের সংখ্যার রদবদল।
কি হয়নি এ রাতে। গোলের পর গোল হয়েছে। এক দল গোল উৎসবে মেতেছে তা প্রতিপক্ষ দল গোল বন্যায় ডুবেছে। সবচেয়ে বেশি গোল হয়েছে প্যারিস সেন্ত জার্মেই ও বায়ার লেভারকুজেন ম্যাচে। ৯ গোলের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ৭-২ গোলে জয় পেয়েছে। উইলিয়ান পাচো, ডেজায়ার ডুডে, নুনো মেন্ডেস, ওসমানে দেম্বেলে, ভিতিনহা, ইলিয়া জাবারনি ও কিভিচা কারাতসখেলা গোল করেছেন। ডুডে করেছেন জোড়া গোল।
ফেরমিনের হ্যাটট্রিকের সুবাদে বার্সেলোনা অলিম্পিয়াকসকে ৬-১ গোলে হারের লজ্জায় ডুবিয়েছে। ফেরমিনের পাশাপাশি গোল করেছেন লামিনে ইয়ামাল ও মার্ক রাশফোর্ড। রাশফোর্ড জোড়া গোল করেছেন।
মাত্র ১৩ মিনিটে ৪ গোল। তাতেই আর্সেনাল আতলেতিকো মাদ্রিদকে লজ্জায় ডুবিয়েছে। স্প্যানিশ দলটির বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল।
পিএসভি আইন্দহোফেন ম্যাচে তারা ৬-২ গোলে হারিয়েছে নাপোলিকে। ইন্টার মিলান অ্যাওয়ে ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছে ইউনিয়ন সেন্ট গিলোসির বিপক্ষে। ডামফ্রাইস, লাউতারো মার্টিনেজ, হাকান কালহানোগলু ও এস্পোসিতো গোল করেছেন।
ছোট্ট জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ২-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। বেনফিকার বিপক্ষে নিউক্যাসলের জয় ৩-০ গোলে। গোলশূন্য ড্র হয়েছে কাইরাত আলমাতি ও পাফোসের ম্যাচ।
বিশাল জয়ের সুবাদে পিএসজি বর্তমানে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। তিন ম্যাচের শতভাগ জয়ে তাদের পয়েন্ট ৯। সমান পয়েন্ট ইন্টার মিলান ও আর্সেনালের। তবে গোল পার্থক্যের কারণে ইন্টার দ্বিতীয় ও আর্সেনাল তৃতীয় স্থানে।
