পাগলাটে ম্যাচে আলবেনিয়াকে হারালো ইতালি

ইউরো ২০২৪

জার্মান বুন্দেসলিগার দল বরুশিয়া ডর্টমুন্ডের হোমগ্রাউন্ড সিগনাল ইদুনা পার্কে মৃত্যুকূপখ্যাত বি-গ্রুপে ইতালি ও আলেবেনিয়ার মধ্যে এক পাগলাটে ম্যাচ দেখলেন ভক্তরা। ম্যাচের ২৩ সেকেন্ডে গোল হজমের পর ১৬ মিনিটের মধ্যেই জোড়া গোল তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-১ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপাধারীরা।

খেলা শুরুর পর পরই নেদিম বাইরামির আচমকা গোলে লিড নেয় আলবেনিয়া। ১১ মিনিটে আজ্জুরিদের সমতায় ফেরান আলেসান্দ্রো বাস্তোনি। এর পাঁচ মিনিট পর চ্যাম্পিয়নদের লিড এনে দেন নিকোলো বারেল্লা।

ম্যাচ শেষে ইতালির অধিনায়ক বারেল্লা বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘শুরুর এমন একটা গোলের পর ঘুরে দাঁড়ানো কঠিন বিষয়। আমরা তা করতে পেরেছি। এজন্য সতীর্থদের আলাদাকরে ধন্যবাদ প্রাপ্য।’

রক্ষণাত্নক ফুটবলের জন্য বিশেষভাবে পরিচিত ইতালির রক্ষণে এদিন মূল দায়ীত্ব ছিলো বাস্তোনি ও ক্যালফিওরি। ম্যাচ শেষে ক্যালফিওরি জানান, এমন গোলের পরও আমরা মনোবল হারাইনি। শুধু তাই নয় কখনোই মনে হয়নি আমরা এই ম্যাচটি হারতে পারি।

এদিকে, পরাজয় নিয়ে মাঠ ছাড়লেও ইউরোর মূলপর্বে ২৩ সেকেন্ডেই স্কোরশিটে নাম তুলে দ্রুততম গোলের রেকর্ড গড়েন নেদিম বাইরামি। এর আগের রেকর্ডটি ছিলো রাশিয়ার দিমিত্রি কিরিচেঙ্কোর। ২০০৪ সালে গ্রিসের বিপক্ষে ম্যাচের ৬৭তম সেকেন্ড গোল করেছিলেন দিমিত্রি।

ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই ইউরোতে এইনিয়ে দ্বিতীয়বারের মতো মূলপর্বে খেলবে আলবেনিয়া।

Exit mobile version