পিএসজিকে মার্শেইয়ের হার উপহার

সোমবার রাতটা ছিল প্যারিস সেন্ত জার্মেইয়ের জন্য ভিন্ন অনুভূতির এক রাত। একদিকে ছিল ঘরোয়া লিগের মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ। অন্যদিকে ব্যালন ডি অর পুরস্কার দেওয়ার রাত। ম্যাচটা ছিল তাদের জন্য হতাশার। তবে ব্যালন ডি অর পুরস্কার পিএসজির জন্য রাতটা উৎসব মুখর করে তুলেছিল। তাদেরই ওসমানে দেম্বেলে পেয়েছেন এবারের ব্যালন ডি অর পুরস্কার। আর ম্যাচে পিএসজি হেরেছে ১-০ গোলে।

ম্যাচটি মূলত আগের দিন হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত দিনে অনুষ্ঠিত হতে পারেনি। পরের দিন ম্যাচ মাঠে গড়াতেই দুর্ভোগের শিকার হতে হয় চ্যাম্পিয়ন পিএসজিকে। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে গোল হজম করে দলটি। ওয়েস্ট হামের সাবেক ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ডের চমৎকার হেড মার্শেইকে এগিয়ে নেয়। শেষ পর্যন্ত এই গোলই পিএসজির হার নিশ্চিত করে। মৌসুমে লিগ ম্যাচে এটাই পিএসজির প্রথম হার।

গোল হজমের পর পিএসজি ম্যাচে ফেরার জন্য প্রচণ্ড লড়াই করেছে। তবে গোলের দেখা পায়নি। বরং দুর্ভাগ্য বলা যায় মার্শেইয়ের। ব্যবধান দ্বিগুন করার দারুণ সুযোগ পেয়েছিল তারা। কিন্তু আমিনে গৌরির শট ক্রসবারে লেগে ফিরে আসে।

এ জয়ের ফলে মার্শেই পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। পাঁচ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে পিএসজি দ্বিতীয় স্থানে।

Exit mobile version