প্যারিস সেন্ত জার্মেই এবারের ঘরোয়া লিগ শিরোপা জয় আগেই নিশ্চিত করেছে। কিন্তু শুক্রবার রাতে বড় একটা ধাক্কা হজম করতে হয়েছে তাদের। প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন তারা দেখছিল তা থমকে গেছে। নিজেদের মাঠে শুক্রবার রাতে নিসের কাছে ৩-১ গোলে হেরে গেছে। প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে সফরকারী নিস দুই গোল করে। বিপরীতে দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি প্যারিস সেন্ত জার্মেই।
গত রাতের হারের পরও প্যারিস সেন্ত জার্মেই বড় ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে। ৩১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৮। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পন্টে ৫৫। অন্যদিকে এ জয়ের নিস তৃতীয় স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ৫৪।
বড় ব্যবধানে হারলেও প্রথমার্ধে পিএসজির আধিপত্য ছিল স্পষ্ট। বিশেষ করে প্রথম আধাঘন্টায় একের পর এক তারা আক্রমণ রচনা করে। কিন্তু কাজের কাজটি করে সফরকারী নিস। ৩৪ মিনিটের সময় তারা গোল করে পিএসজিকে থমকে দেয়। খুব বেশি সময় তারা এ গোল ধরে রাখতে পারেনি। সাত মিনিট ব্যবধানে গোল করে পিএসজি খেলায় সমতা নিয়ে আসে।
এই গোলের পরপরই রেফারি বিরতির বাঁশি বাজান। গোল পরিশোধ হওয়ার পর পিএসজি সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু সেই স্বপ্নের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিস গোল পায়। ৭০ মিনিটে নিস তৃতীয় গোল পায় এবং জয় নিশ্চিত করে।
