পিএসজির আরো একটি হতাশার রাত

চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ত জার্মেইয়ের দুর্দশা অব্যাহত রয়েছে। বুধবার নিজেদের মাঠের খেলায় তারা এগিয়ে থাকার পরও স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে গেছে। এই হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগে থেকে প্যারিস সেন্ত জার্মেইয়ের ছিটকে যাওয়ার আশঙ্কা জোরালো হয়েছে।

চার ম্যাচে প্যারিস সেন্ত জার্মেইয়ের এটা দ্বিতীয় হার। চার ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র চার পয়েন্ট। নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্যে মাঠে নেমে শুরুটা দারুণ ছিল স্বাগতিক প্যারিস সেন্ত জার্মেইয়ের। ১৪ মিনিটে এমেরির গোলে তারা এগিয়ে গিয়েছিল। কিন্তু সমর্থকদের উল্লাস বেশি সময় থাকেনি। মাত্র চার মিনিট ব্যবধানে অ্যাতলোতিকো মাদ্রিদ খেলায় সমতা ফিরিয়ে আনে। ১৮ মিনিটে নাহুয়েল মোলিনা গোল করেন।

পিএসজি এবারের চ্যাম্পিয়ন্স লিগে শুরু থেকেই হতাশার পারফরম্যান্স উপহার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতা তারা এ ম্যাচে দূর করতে পারেনি। সে কারণেই এগিয়ে যাওয়ার পরপরই সমতাসূচক গোল হজম করতে হয় তাদের। তবে ম্যাচে স্বাগতিক দলের জন্য সবচেয়ে হতাশার বিষয় ছিল শেষ মুহুর্তের গোল। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা অ্যাঞ্জেল কোরে ইনুজরি সময়ের তৃতীয় মিনিটে গোল করে পিএসজিতে হতাশায় ডোবান। শেষ বাঁশি বাজার ঠিক আগে আগমুহুর্তে পাওয়া সুযোগটি কাজে লাগিয়ে তিনি কোচের আস্থার জবাব দেন।

পিএসজি’র জন্য পরবর্তী ম্যাচ আরো বেশি হতাশার হয়ে দেখা দিতে পারে। পরের ম্যাচে তারা বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাঠে নামবে। এ ম্যাচটি জার্মানে অনুষ্ঠিত হবে।

Exit mobile version