পিএসজির কাছে বিধ্বস্ত মোনাকো

ফ্রেঞ্চ লিগে অসাধারণ এক জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী প্যারিস সেন্ জার্মেই। শুক্রবার রাতে তারা একের পর এক ঝলকে দেখিয়ে এএস মোনাকোকে ৫-২ গোলে হারিয়েছে। এই জয় পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে পিসএসজির অবস্থান আরো সুদৃঢ় করেছে।

মোনাকোকে হারানোর মধ্য দিয়ে প্যারিস সেন্ট জার্মেই লিগে নবম জয় পেলো। ১৩ ম্যাচে তিন ড্র ও এক হারের বিপরীতে ৯ জয় তাদের। পয়েন্ট ৩০। দ্বিতীয় স্থানে থাকা নিস থেকে চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে কিলিয়ান এমবাপের দল। তারপরও স্বস্তিতে নেই প্যারিস সেন্ত জার্মেই। কেননা নিস একটা ম্যাচ কম খেলেছে। ১৩তম ম্যাচে নিস জয় পেলে পিএসজির সঙ্গে তাদের ব্যবধান কমে এক পয়েন্ট নেমে আসবে।

শুক্রবারের ম্যাচে পিএসজির হয়ে কেউ একাধিক গোল করতে পারেননি। পাঁচ গোল করেছেন পাঁচ খেলোয়াড়। গনকালো রামোস গোলের সূচনা করেন। প্রথমার্ধে কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ব্যবধান বাড়ান। লিগে এটা ছিল ১৪তম গোল। এমবাপের গোলের আগে মোনাকোর তাকুমি মিনামিনো গোল করে সমতায় ফিরিয়েছিলেন।

বিরতির পর ওসমানে দেম্বেলে, ভিতিনহা ও রান্ডল কোলো মুয়ানি গোল করে দলের জয় নিশ্চিত করেন। দ্বিতীয় মোনাকোর ফ্লোরিয়ান বােলোগুন একটা গোল করে ব্যবধান কমান।

ম্যাচ শেষে পিএসজি কোচ লুই এনরিকে বলেন, এ ম্যাচে উভয় দল যেমন খেলেছেন এমন খেলা হলে দর্শকরা খেলা উপভোগ করে থাকে। যাহোক আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ শেষ করে এসে খেলোয়াড়রা যেমন উজ্জ্বীবিত ছিল তার দারুণ ব্যাপার।’

মোনাকে যে গোলে সমতায় ফিরিয়েছিল সে গোলে অবদান ছিল পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। তার ভুলেই সফরকারী দলের জাপানি খেলোয়াড় মিনামিনো বল পেয়ে গোল করেন। এ সম্পর্কে এনরিকে আরো বলেন, ফুটবল হচ্ছে এমন একটা খেলা যেখানে রক্ষণভাগ এবং গোলরক্ষকের ভুল হতে পারে। আর তাদের ভুলগুলো সহজেই ধরা পড়ে। জিয়ানলুইজি অসাধারণ খেলেছে। এ মৌসুমে সে চমৎকার খেলছে। তার পারফরম্যান্সে আমি খুশি।

পিএসজি আগামী মঙ্গলবার আবার মাঠে নামবে। তবে এটা ঘরোয়া লিগের ম্যাচ নয়, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।

Exit mobile version