ইউরোপীয় ক্লাব পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াইয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হচ্ছে ইতালির ইন্টার মিলান ও ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই ( পিএসজি)। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়।
জয় পেলে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলবে পিএসজি। পাশাপাশি এক মৌসুমে ট্রেবল জয়ের অনন্য রেকর্ড গড়বে স্প্যানিশ ম্যানেজার লুইস অ্যানরিখের ছেলেরা। অন্যদিকে, ইন্টারের সামনে চতুর্থবারের মতো ইউরোপ সেরা হওয়ার হাতছানি।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার স্মৃতি ইন্টার মিলানের জন্য এখনও তরতাজা। ২০২৩ সালের ফাইনালে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিলো তারা। অন্যদিকে, একবারই ফাইনাল খেলা পিএসজি ২০২০ সালে হেরেছিলো ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কাছে।
২০১০ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে তৃতীয় শিরোপা জেতা ইন্টার মিলানের জন্য এটি চ্যাম্পিয়ন্স লিগের ৭ম ফাইনাল।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালি ও ফ্রান্সের কোন ক্লাব এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। ১৯৯৩ সালে এই ইন্টার মিলানকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব হিসেবে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলো মার্শেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















