ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে জিয়ানলুইজি দোন্নারুম্মার অধ্যায় শেষের পথে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, উয়েফা সুপার কাপের স্কোয়াড থেকে ইতালিয়ান গোলরক্ষকের নাম বাদ পড়া কার্যত ইঙ্গিত দিচ্ছে বিচ্ছেদের। ইউরোপের একাধিক সংবাদমাধ্যম ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোও নিশ্চিত করেছেন—দুই পক্ষের সম্পর্ক ভেঙে যাওয়ায় দোন্নারুম্মার পিএসজি ছাড়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
আগামী বুধবার (১৩ আগস্ট) ইতালির উদিনেসের ব্লুনার্জি স্টেডিয়ামে সুপার কাপে টটেনহামের মুখোমুখি হবে পিএসজি। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, এই ম্যাচের দলে জায়গা না পাওয়ার পর দোন্নারুম্মার সঙ্গে ক্লাবটির সম্পর্কের অবসান ঘটেছে বলেই ধরা হচ্ছে। নতুন কোনো চুক্তি না করেই তিনি বিদায় নেবেন, আর ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ক্লাব তার প্রতি আগ্রহ দেখিয়েছে।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লিগ আঁ জয়ে বড় অবদান রেখেছিলেন ২৬ বছর বয়সী এই গোলরক্ষক। তবু ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও নবায়নে রাজি নন তিনি। ধারণা করা হচ্ছে, চলতি দলবদলের মৌসুমেই তার পরবর্তী গন্তব্য হতে পারে ইংল্যান্ডের কোনো ক্লাব। তবে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে—পছন্দের প্রস্তাব না পেলে দোন্নারুম্মা চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পিএসজিতেই থেকে যেতে পারেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি আগ্রহী হলেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।
এদিকে দোন্নারুম্মার বিকল্প ইতিমধ্যে নিশ্চিত করেছে পিএসজি। লিঁল থেকে ২৩ বছর বয়সী লুকাস শেভালিয়েরকে পাঁচ বছরের জন্য দলে টেনেছে তারা, যাকে পোস্টের নিচের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালে এসি মিলান ছেড়ে পিএসজিতে আসা দোন্নারুম্মা এখন পর্যন্ত ক্লাবটির হয়ে টানা চারবার লিগ আঁ ও একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। আর আসন্ন সুপার কাপে শেভালিয়েরেরই অভিষেক হওয়ার সম্ভাবনা বেশি।
