লা লিগায় শনিবার রাতে বড় একটা ধাক্কা ভালোভাবেই সামাল দিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের মাঠে অনুষ্ঠিত খেলায় পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এর আগে ভিয়ারিয়ালকে এগিয়ে নিয়েছিলেন হুয়ান ফইথ।
এ জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে এখন শীর্ষে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের দল। ২৮ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট সংগ্রহ তাদের। ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬। তবে বার্সেলোনার সামনে সুযোগ রয়েছে হারানো স্থান পুনরুদ্ধারের। কেননা এ দলটির হাতে দুটো ম্যাচ খেলা বাকি রয়েছে।
স্বাগতিক ভিয়ারিয়াল ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদকে চমকে দিয়েছিল । ম্যাচ শুরু হতে না হতেই তারা গোল করে এগিয়ে গিয়েছিল। ম্যাচের বয়স তখন মাত্র সাত মিনিট। তবে খুব বেশিক্ষণ এই গোলের ভার বইতে হয়নি রিয়াল মাদ্রিদকে। ১০ মিনিট পর এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদে খেলায় সমতায় আনে। ব্রাহিম দিয়াজের নেওয়া শট ভিয়ারিয়াল গোলরক্ষক ফিরিয়ে দিলেও তা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। আর সুযোগটি কাজে লাগান এমবাপ্পে।
ছয় মিনিট পর এমবাপ্পে আবার গোল করেন। লিগে এটি ছিল তার বিশতম গোল। হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন এই ফ্রেঞ্চ তারকা। ভিনিসিয়ুসের বল ধরে যখন এগিয়ে যান তখন অফসাইডের পতাকা তাকে থামিয়ে দেয়।