পিছিয়ে পড়েও বুন্দেসলিগায় জয়ের দেখা পেয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে অ্যাওয়ে ম্যাচে বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে হারিয়েছে এফসি অগসবার্গকে। বায়ার্নের হয়ে জামাল মুসিয়ালা, হ্যারি কেন ও ক্রিশ্চিয়ান মাতসিমা গোল করেছেন। দিমিত্রিস গিয়ানোলিস ব্যবধান কমান।
এ জয়ের ফলে বায়ার্ন মিউনিখ ২৮ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। বেয়ার লেভারকুসেন ২৭ ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অগসবার্গ ২৮ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।
দুর্ভাগ্য অগসবুর্গের। আগের ১১ ম্যাচে অপরাজিত দলটি এ ম্যাচেও সে পথেই এগুচ্ছিল। ম্যাচের ত্রিশতম মিনিটে দিমিত্রিস গিয়ানোলিস গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। তবে বেশিক্ষণ তারা এ ব্যবধান ধরে রাখতে পারেনি। বিরতির আগেই বায়ার্ন সমতা ফেরে। বিরতির পর জোড়া গোল করে তারা জয় নিশ্চিত করে। এর মধ্যে হ্যারি কেন এক গোল করেন। বায়ার্নের হয়ে সব ধরণের প্রতিযোগিতায় ৮৪ ম্যাচে ৭৮তম গোল।