পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাকে পর্তুগালের জয়

ইউরো ২০২৪

ক্রিশ্চিয়ানো রোনালদোর ইতিহাস গড়া ম্যাচে চেক রিপাবলিককে ২-১ গোলে হারালো পর্তুগাল। ৬২ মিনিটে চেকরা এগিয়ে গেলেও দলটার আত্নঘাতি গোলের সুবাদে ৭ মিনিট পরই সমতায় ফেরে পতুর্গাল। আর ৯০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার ১১০ সেকেন্ডের মাথায় গোল করে পর্তুগিজদের জয় নিশ্চিত করেন রদ্রিগো কনসেইকাও।

লাইপজিগের মাঠ রেড ‍বুল অ্যারেনায় খেলতে নেমেই বিরল এক কৃতিত্বের মালিক বনে গেলেন সি-আর সেভেন। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি আসরে খেলার রেকর্ড গড়েন রোনালদো। ২০০৪ সালে খেলেছিলেন প্রথম আসর।

যদিও পুরো ম্যাচে রোনালদো নিজের ছায়া হয়েছিলেন। গোলের নাগাল পাননি। ম্যাচের প্রথমার্ধে পর্তুগাল যেমন আক্রমণে গিয়েছে তেমনি ছেড়ে কথা বলেনি চেক রিপাবলিকও।

গ্যালারি ভর্তি দর্শকরা ম্যাচের ৬২তম মিনিটে প্রথম গোলের দেখা পান। চেকদের হয়ে স্কোরশিটে নাম তোলেন লুকাস প্রোভোড। পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজের কপালে দেখা দেয়া চিন্তার ভাজ দূর করে দেন চেক খেলোয়াড় রবিন হ্রানাক। আত্নঘাতি গোল করেন ভিক্টোরিয়া প্লাজেনে খেলা এই ডিফেন্ডার।

খেলা যখন ১-১ গোলে সমতার দিকে এগিয়ে যাচ্ছিলো তখন ম্যাচের একেবারে শেষ মুহুর্তে গোল করেন রদ্রিগো কনসেইকাও। তাকে ম্যাচের ৯০ মিনিটে মাঠে নামিয়েছিলেন কোচ রবার্তো মার্টিনেজ। সুইজারল্যান্ডের ক্লাব এফসি জুরিখের হয়ে রাইটব্যাক ও উইঙ্গারের ভূমিকায় খেলা ২৪ বছর বয়সি এই ফুটবলার তার প্রতি কোচের আস্থার প্রতিদান দিয়েছেন।

Exit mobile version