উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সফরকারী অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘাম ঝড়ানো জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই। বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা পিছিয়ে পড়ার পর ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে।
মর্গান রজার্স ৩৫ মিনিটে দুর্দান্ত এক গোল করে স্বাগতিক পিএসজিকে থমকে দিয়েছিল। তবে খুব বেশি সময় তাদেরকে এ গোলের ভার হজম করতে হয়নি। মাত্র বার মিনিটের ব্যবধানে তারা খেলায় ফিরে আসে। যার মাধ্যমে প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলা খেলা আধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি বরং জোড়া গোল হজম করতে হয়েছে। বিরতির পরপরই খিচা কাভারাস্কেইয়ার গোল পিএসজিকে এগিয়ে নেয়। আর ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহর্তে স্বস্তির গোল এনে দেন নুনো মেন্ডেস। ৯২ মিনিটে হয় এ গোলটি। অ্যাস্টন ভিলার জন্য ফিরতি লেগে এ গোলটি বড় বিপদ হয়ে দেখা দিতে পারে।
এই হার অ্যাস্টন ভিলার জন্য বড় এক আঘাত। একের পর এক ম্যাচে অপরাজিত থেকে তারা উড়ছিল। তাদের সেই কীর্তিতে দাড়ি টেনে দিল পিএসজি। আগামী মঙ্গলবার ফিরতি লেগের খেলা অনুষ্ঠিত হবে।
ফ্রান্সে অনুষ্ঠিত এ ম্যাচটা অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজের জন্য বড় এক দুঃস্বপ্ন হয়ে থাকবে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফ্রান্সের শত্রুতে পরিণত হওয়া মার্টিনেজ এ ম্যাচেও ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিজে ভালো পারফরম করলেও দলকে জয় এনে দিতে পারেননি।