ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের পর জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। শুরুতে পিছিয়ে পড়ার পরও দারুণ জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ফের ১ পয়েন্টে নামিয়ে আনল শিরোপাপ্রত্যাশী দল দুটি।
শনিবার ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে সিটি। চোটের কারণে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে হারানোর পর লিগে প্রথম জয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিটি।
এ জয়ের ফলে ৭ ম্যাচে গত চার আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৭। সমান পয়েন্ট হলেও গোলের হিসেবে পিছিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল।